জেলা সমবায় কার্যালয়ে ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট রয়েছে। নিবন্ধিত সমবায় সমিতির কার্যক্রম পরিচালনা সংক্রান্ত, সমিতির আয়-ব্যয় এর হিসাব সংরক্ষণ, আয়বর্ধনমূলক কর্মকান্ড পরিচালনা, আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই, পশুপালন, মৎস্যচাষ ইত্যাদি বিষয়ে সমিতির সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। প্রশিক্ষণ কর্মসূচি মোতাবেক উপজেলা/মেট্রোপলিটন থানা সমবায় অফিসার প্রশিক্ষণার্থী মনোনয়ন প্রদান করেন। নির্বাচিত প্রশিক্ষণার্থীদেরকে উক্ত ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট কর্তৃক সমবায় ব্যবস্থাপনাসহ স্থানীয় বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার সহযোগিতায় কৃষি, মৎস্য, পশুপালন, বাল্যবিবাহ রোধ, যৌতুক নিরোধসহ ০১ দিনব্যাপি প্রশিক্ষণ দেওয়া হয়।
এছাড়াও আঞ্চলিক সমবায় শিক্ষায়তন ও বাংলাদেশ সমবায় একাডেমেীতে প্রশিক্ষণ বর্ষপঞ্জি অনুসারে সমবায়ীদের সমবায় সমিতির সদস্যদের প্লাম্বিং , ইলেকট্রিক্যাল , মোবাইল সার্ভিসিং, গাভী পালন ,ব্লক-বাটিক , ক্রিস্টাল , টেইলারিং, সমবায় ব্যবস্থাপনা , হিসাব সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমবায় বিভাগীয় কর্মচারীদের জন্য অডিটিং, অফিস ব্যবস্থাপনা, স্টাফ উন্নয়ন, কম্পিউটার প্রশিক্ষণ ইত্যাদী বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস